pic source: moneycontrol


   দেশের অর্থনীতি নিয়ে আলোচনা ও আগামীদিনে তার রূপরেখা তৈরি করতে আজ মঙ্গলবার নীতি আয়োগের অফিসে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীরা। শোনা যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।

   গত বাজেটে অর্থমন্ত্রী ২০২৪ সাল নাগাদ অর্থনীতির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন ৫ লক্ষ কোটি ডলার। যদিও দেশের জিডিপি ক্রমশঃ নিম্নগামী। তাই জিডিপির হার ছাটাই করে চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ৫% ধরা হয়েছে। যদিও এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো নিয়ে সন্দীহান বিশেষজ্ঞরা।
 
    বিশ্ব বাজারের চরম মন্দার প্রভাব ভারতের বাজারেও পড়েছে। সম্প্রতি তেল ও সোনার দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বেশি ডলার খরচ করতে হচ্ছে ভারতকে। জিডিপির হার নিম্নমুখী, বেকারত্ব বাড়ছে। তাই এই সঙ্কটকালীন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর বাজেট প্রকাশের দিকেই নজর সবার।