pic source: science alert

সংবাদ একলব্য :
ব্রোঞ্জ যুগের 3500 বছরের পুরোনো কবরের সন্ধান পেলেন একদল গবেষকদল l গত বছর গ্রিসে Cincinnati University এর একদল অনুসন্ধানকারী গত ডিসেম্বরে এই কবরের সন্ধান পান l অনুসন্ধান চলাকালীন তারা লক্ষ্য করেন সম্পূর্ণ কবরস্থানটি সোনা দিয়ে তৈরি পাতা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দিয়ে ঘেরা l 

গ্রীক সভ্যতার একটি অন্যতম নিদের্শন বলে মনে করেন গবেষক দল l এর আগে প্রায় এরকমই একটি কবরের খোঁজ পাওয়া যায় 2015 সালে, সেখানে প্রায় 3000 এর বেশি মূল্যবান অলংকার, জপমালা, হাতিয়ার খুঁজে পাওয়া গিয়েছিল l 

নুতন পাওয়া কবরটি মৌচাকের মত আকৃতির হওয়ায় এর গ্রীক নামকরণ করা হয়েছে 'থো লি ' যার অর্থ হলো লুকোনো গভীর l এখানে গবেষকদল হাজারের বেশি সোনায় তৈরী পাতা, অলংকার, জপমালা ও দৈনন্দিন জীবনে ব্যবহারের অনেক মূল্যবান দ্রব্য খুঁজে পান l 

খুঁজে পাওয়া কবরটি দৈর্ঘে 39 ফুট ও প্রস্থে 28 ফুট, দীর্ঘ হাজার বছর মাটির তলায় চাপা পরে ছিল যার উপরে স্থানীয় বাসিন্দারা চাষবাস করতেন l এটির সন্ধান পাওয়ায় গ্রীক সভত্যার ধর্ম বিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য উঠে এসেছে l 

গ্রীক সভ্যতায় এই সময় মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও মানুষ নুতন জীবন ফিরে পায় তাই তাঁদের ব্যবহারের জন্যে বিভিন্ন মূল্যবান জিনিস কবরের সঙ্গে দেওয়া হতো l গবেষকদের মতে এটি আনুমানিক 1600 থেকে 1100 খ্রিষ্ট পূর্বাব্দ আগের l 

এই সময় সোনার ব্যবহারের বহুল প্রচলন ছিল তার নিদের্শন এখানে পাওয়া গেছে l পশু খাদ্য জন্যে ফসল ফালানো হতো সেটির নির্দেশিত সোনার মুদ্রা পাওয়া গেছে l একটি সোনার লকেট পাওয়া গেছে যেখানে ইজিপ্সিয়ান সূর্যের দেবতা Hathor এর চিত্র মুদ্রিত, সিংহ মাথা যুক্ত প্রাণীর চিত্র বিশিষ্ট মুদ্রাও পাওয়া গেছে l 

এই সময় সভ্যতাটি অনেক এগিয়ে ছিল তার প্রমান স্বরূপ বেয়ারিং যুক্ত কুয়ো, প্রলেপ দেওয়া ধাতুর জলপাত্র ও বার্নার পাওয়া গেছে l গবেষকদের মতে এই সময় সভ্যতাটি ছিল অনেকটাই আধুনিক ও অন্যান্য সভ্যতার থেকে এগিয়ে l