জেএনইউ-র ছাত্রসংসদ নেত্রী ঐশী ঘোষের সমর্থনে মঙ্গলবার সকালেই টুইটারে ঝড় তুলেছিলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন।
সন্ধ্যায় প্রতিবাদী আক্রান্ত পড়ুয়াদের সমর্থনে পৌঁছে গেলেন সেই সবরমতী টি পয়েন্টে। একেবারে জেএনইউ-র ক্যাম্পাসে। সেখানে ঐশী ঘোষ-সহ রবিবারের ঘটনায় আহত পড়ুয়াদের সঙ্গে দেখাও করলেন দীপিকা।
সেখানে হাজির জেএনইউ-এর প্রাক্তনী কানহাইয়া কুমারও। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই জেএনইউ কাণ্ড নিয়ে সরব হয়েছেন, কিন্তু একেবারে জেএনইউ-তে পৌঁছে গিয়ে দীপিকা একপ্রকার চমকেই দিলেন। সেইসঙ্গে বলিউড যে প্রয়োজনে কতটা মুখর হতে পারে, তাও যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊