Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিন রক্ত নিন গাছ




পৌষকালি পুজো উপলক্ষ্যে কৃষ্ণনগর ষষ্ঠীতলা, চড়কতলা মাঠের পুজোর এই অভিনব উদ্যোগ। এলাকার রক্তের চাহিদামেটাতে পুজোর উদ্যক্তারা এই রক্তদান উৎসব করেন। 

মোট ৩০জন এলাকার মহিলা ও যুবক এই রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি তারা বৃক্ষদান ও নরনারায়নসেবার আয়োজন করেন।

এলাকার মানুষের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মত। পুজোর সদস্য - গনেশপাল, শুভায়ন গাঙ্গুলি, রাজেশপাল ও সৌমিক মজুমদাররা বলেন এলাকার মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে এরকম একটা বার্তা দিতে পেরে আমরা খুব খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code