Latest News

6/recent/ticker-posts

Ad Code

রক্তদান শিবির সাহেবগঞ্জে


৩৯তম নিগমনগর ভক্ত সম্মেলন উপলক্ষে দিনহাটা ২ নং ব্লকের মহাকালঘাট, সাহেবগঞ্জে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজক কোচবিহার নিগমানন্দ মিশন ও যুবসংঘ।

আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নিগমনগর সারস্বত আশ্রমের অধ্যক্ষ স্বামী জগদানন্দ সরস্বতী মহারাজ, যুবসংঘের সভাপতি মাননীয় শ্রী সুদীপ রায়, সম্পাদক শ্রী নারায়ণ চ্যাটার্জী, পর্যবেক্ষক শ্রী দীপক কুমার রায়। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিরিশ চন্দ্র বর্মন, নলিনীকান্ত রায়, সুদর্শন রায় ও অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code