একদিকে সিএএ-এর সমর্থনে অন্যদিকে সিএএ-এর বিরোধীতায় সারা দেশ উত্তাল। এরই মাঝে গতকাল সিএএ-এর সমর্থনে এক সেমিনারে যোগ দিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তাঁর বাড়িতে আসা মিস্ত্রিদের বাংলাদেশী বলে অ্যাখা দিলেন। খাওয়ার অভ্যেস দেখে তিনি শ্রমিকদের বাংলাদেশী বলে কটাক্ষ করলেন। 

তিনি বললেন, “বাড়িতে একটা নতুন ঘর তৈরির জন্য কাজ করতে আসা শ্রমিকরা একটা অদ্ভুত জিনিস খাচ্ছিল। চিড়ে, যা দিয়ে তৈরি হয় পোহা। যা দেখে তিনি সুপারভাইজর ও কন্ট্রাক্টরের কাছে জানতে চান তারা বাংলাদেশ থেকে এসেছে কিনা।" সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “আমার খুব সন্দেহ হচ্ছিল, মনে হচ্ছিল এরা বাংলাদেশ থেকে এসেছে। দুদিন আমার সন্দেহ হয়েছে এরপর আমি কাজ করানোই বন্ধ করে দিয়েছি।“ 

তিনি আরও জানান, উনি এখনো পুলিশে জানাননি। সকলকে সতর্ক থাকার জন্যই তিনি বিষয়টি সকলের সামনে তুলে ধরলেন। 

সিএএ নিয়ে তিনি বলেন, "ভয় পাওয়ার কোনও কারণ নেই, এই আইনের মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে । আর যারা দেশের জন্য ক্ষতিকারক তাঁদের দেশ থেকে আলাদা করা হবে।" 

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করে। সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।