![]() |
pic source: india today |
'সিঙ্গুর আন্দোলন' উঠে এসেছে পশ্চিমবঙ্গের শিক্ষায় 'পাঠ্য' হিসেবে। যেখানে লেখা আছে ওই আন্দোলনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আর এই বিষয় নিয়ে বৃহস্পতিবার টুইটারে সরব হলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ।
এদিন পরপর বেশ কয়েকটি টুইট করে এই বিষয়ে নিজের বক্তব্য শানান বাবুল। বাবুলকে লিখতে দেখা যায়- "ন্যানো একমাত্র 'কার', যেটা পাল্টে দিয়েছিলো সরকার। সেই সময় দিদি সিঙ্গুরের জন্য টানা অনশন করেন। সেটাই এখন স্থান পেয়েছে স্কুলের পাঠ্য বইয়ে। আসল সত্যি কিন্তু অন্য কথা বলে। ছাপানো অক্ষরকে ভুল প্রমাণ করে। ন্যানো কারখানা আটকে আসলে তিনি বাংলাকে শুরুতেই শিল্পমুক্ত করেন।"
এছাড়াও অপর একটি পোস্টে বাবুল লেখেন, "ন্যানো কারখানা আটকে আসলে তিনি বাংলাকে শুরুতেই শিল্পমুক্ত করেন। অত্যন্ত উর্বর, বহুফসলি, নিবিড়ভাবে সেচ সেবিত কৃষি জমির মতো নির্লজ্জ মিথ্যা কথা বলতে ও কৃষকদের স্বপ্নকে নিজের ভোট ব্যাঙ্কে কাজে লাগাতে, দুটোতেই ওনার হাত একটু কাঁপেনি|"
বইয়ের কয়েকটি বিশেষ অংশ তুলে ধরে বাবুল আরও বলেন, "বাংলার বর্তমান ও ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আজ উনি স্কুলের বাচ্চাদের শিক্ষা নিয়েও মিথ্যে কথার রাজনীতি করছেন! মা মাটি মানুষও যেমন আজ সবটাই ‘ধরে’ ফেলেছেন তেমনই এই ইতিহাসের পাতাই একদিন দিদিমণির সঠিক মূল্যায়ণ করবে "As the worst ever Chief minister of Bengal"
এছাড়াও অপর একটি পোস্টে বাবুল লেখেন, "ন্যানো কারখানা আটকে আসলে তিনি বাংলাকে শুরুতেই শিল্পমুক্ত করেন। অত্যন্ত উর্বর, বহুফসলি, নিবিড়ভাবে সেচ সেবিত কৃষি জমির মতো নির্লজ্জ মিথ্যা কথা বলতে ও কৃষকদের স্বপ্নকে নিজের ভোট ব্যাঙ্কে কাজে লাগাতে, দুটোতেই ওনার হাত একটু কাঁপেনি|"
বইয়ের কয়েকটি বিশেষ অংশ তুলে ধরে বাবুল আরও বলেন, "বাংলার বর্তমান ও ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আজ উনি স্কুলের বাচ্চাদের শিক্ষা নিয়েও মিথ্যে কথার রাজনীতি করছেন! মা মাটি মানুষও যেমন আজ সবটাই ‘ধরে’ ফেলেছেন তেমনই এই ইতিহাসের পাতাই একদিন দিদিমণির সঠিক মূল্যায়ণ করবে "As the worst ever Chief minister of Bengal"
বাংলার বর্তমান ও ভবিষ্যৎ কে জলাঞ্জলি দিয়ে আজ উনি স্কুলের বাচ্চাদের শিক্ষা নিয়েও মিথ্যে কথার রাজনীতি করছেন ! মা মাটি মানুষও যেমন আজ সবটাই ‘ধরে ’ ফেলেছেন তেমনই এই ইতিহাসের পাতাই একদিন দিদিমণির সঠিক মূল্যায়ণ করবে "As the worst ever Chief minister of Bengal" pic.twitter.com/tAX14CNJhx— Babul Supriyo (@SuPriyoBabul) January 23, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊