গতকাল পাকিস্তানে ফের হামলার মুখে পরে গুরুদ্বার। এবার গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবে ঘটল ঘটনাটি। নানকানা সাহিব গুরুদ্বার হল শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। মনে করা হয় শিখ গুরু গুরু নানক ১৪৬৯ সালে এখানেই জন্মেছিলেন।
আজ মুখমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে জানান-
"আমরা পাকিস্তানের গুরুদারা নানকানা সাহেবের সহিংসতার ঘটনার নিন্দা জানাই। এটা অগ্রহণযোগ্য।. সবার উপরে মানবতা।"
আজ মুখমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে জানান-
"আমরা পাকিস্তানের গুরুদারা নানকানা সাহেবের সহিংসতার ঘটনার নিন্দা জানাই। এটা অগ্রহণযোগ্য।. সবার উপরে মানবতা।"
We condemn the incident of violence at Gurdwara Nankana Sahib in Pakistan. This is unacceptable. Humanity comes above all else.— Mamata Banerjee (@MamataOfficial) January 4, 2020
ঘটনায় জানাযায়, নানাকানা সাহিবের স্থানীয় বাসিন্দারাই ওই গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। গুরুদ্বারের প্রধান পুরোহিতের মেয়ে জগজিৎ কৌরকে অপহরণ করে মহম্মদ হোসেন। বেশ কয়েক মাসের আগের ঘটনা এটি। এদিন অভিযুক্ত হোসেনর পরিবারই এই হামলার নেতৃত্ব দিয়েছে বলে প্রমাণ মিলেছে।
জানা গিয়েছে, বিক্ষোভকারীরা নানাকানা সাহিব গুরুদ্বার ভেঙে ফেলার হুমকি দিচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার রাত সাতটা নাগাদ শুরু হয় হামলা।
উত্তেজিত জনতা হিংসাত্মক আকার ধারণ করছে বুঝতে পেরেই সেনা নামানো হয়। একের পর এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও বিক্ষুব্ধদের মধ্যে থেকে একটাই আওয়াজ কোনও শিখ নানকানা সাহিবে থাকতে পারবে না। শুধু তাই নয় বদলে ফেলতে হবে নানকানা সাহিবের নাম। এই জায়গার নাম হবে গুলাম-ই-মুস্তাফা।
Muslims in Pakistan pelt stones at the #NankanaSahib Gurdwara. #Shame @ImranKhanPTI !!! there are Sikh devotees inside the Gurdwara. @rsrobin1 with details 👇 https://t.co/YRMgKQFzOP— GAURAV C SAWANT (@gauravcsawant) January 3, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊