Pic source:siliguri barta

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় অঞ্চলের অন্তর্গত পঞ্চগ্রামের মেয়ে প্রমীলা বর্মন যার বয়স মাত্র ১৭ তাকে ক্ষত বিক্ষত করে নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করা হয়। তার উপর পাশবিক অত্যাচারের পরে এই নির্মম হত্যালীলা চালানো হয় বলে সকলের অনুমান। 

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ঘটনাস্থলে যান এবং পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।

24 ঘন্টা সময়ের পূর্বেই গতকালের ধর্ষণ করে খুনের ঘটনার মূল আসামিদের আজ  গ্রেপ্তার করলো দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার পুলিশ।

শিলিগুড়ি বার্তা সূত্রে জানাগেছে ধৃত তিনজন হলেন 1)মাহাবুর মিয়া বাড়ী  পঞ্চগ্রাম থানা গঙ্গারামপুর 2)পঙ্কজ বর্মন বাড়ী মোশরাপাড়া থানা তপন
3)গৌতম বর্মন,বাড়ী কৃষ্ণবাটী ,থানা তপন