SER -20 : আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রামের শিলবাড়ীহাটের  স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত "পথ " বিশেষ বিদ্যালয়ে তার প্রথম বিবাহ বার্ষিকী  পালন করলেন। 

অত্র এলাকার যোগেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক মাননীয় নীলকমল সরকার এবং তার স্ত্রী সোনালী সরকার।

বিদ্যালয়ের প্রতিটি দুস্থ  বিশেষ চাহিদা সম্পন্ন  ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে আসেন শীতের এক রঙের সোয়েটার   সাথে তাঁদের জন্য টিফি।

দুপুরে প্রত্যেকের হাতে তুলে দেন সোয়েটার  আর টিফিন।  সোয়েটার  আর টিফিন পেয়ে প্রত্যেকে খুব খুশি হয়।




অনেকের অভিভাবকরা  বলেন যে তার দেওয়া এই সোয়েটার  খুব কাজে লাগবে, যেহেতু একেই রঙের তাই বিদ্যালয়ের ক্ষেত্রে খুব ভালো হবে।

"পথ " বিশেষ বিদ্যালয়ের ইনচার্জ বিশ্বজিৎ দাস জানান "আজকের এই অনুষ্ঠান আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী দের কে খুব উপকৃত করবে, কারণ অনেক শিশুর পরিবার খুব দুস্থ ও অসহায় ।

স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত "আবরণ " বস্র ব্যাংকের co -ordinator  মাননীয় বিনায়ক নন্দী বলেন যে,  "আমাদের এখানে অনেক তার ব্যবহারযোগ্য বস্ত্র আমাদের এখানে দিয়ে যায় সেটা আমরা প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে আসি"।

শিক্ষক নীলকমল সরকার মহাশয়ের মত আরো আমাদের পাশে এসে দাঁড়ালে তাহলে আমরা সমাজের কিছু দায়িত্ব নিতে সক্ষম হবো।


স্বপ্ন সোসাইটির কর্ণধার মাননীয় তাপস বর্মন  বলেন যে, "বর্তমান সমাজে শিক্ষক নীলকমল সরকার তার যে চিন্তা ভাবনা এবং  আমাদের পাশে এসে দাঁড়ায় , আমরা খুব গর্বিত এবং সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন "।