Latest News

6/recent/ticker-posts

Ad Code

চতুর্ভূজা দেবী মহাসরস্বতী রূপে পূজিত হল


SER -21 দিনহাটা গোধূলি বাজার রোডের মহাসরস্বতী পূজা এবার  পঞ্চম বর্ষে পদার্পণ করল।

পূজা কমিটির সম্পাদক সন্মিত্র  তালুকদার জানান দিনহাটায় কেবল মাত্র এখানেই চতুর্ভূজা দেবী মহাসরস্বতী রূপে সম্পূর্ন বৈদিক মতে পুজিত হন তিনি আরও জানান শাস্ত্রমতে ইনি তারা মায়ের এক রূপ।  এছাড়াও সন্ধায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান করা হয়।

এই পুজাকে কেন্দ্র করে এলাকা বাসীর উন্মাদনা চোখে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code