কিং কোবরার ছোবলের তুলনা টেনে নাম না করে এক প্রাথমিক স্কুল শিক্ষক ও তার বাবাকে হুঁশিয়ারি দিয়েছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। নেট দুনিয়ার কল্যানে সেই ভিডিওটি গতকাল থেকেই সারা রাজ্যে ভাইরাল। আজ বিধায়ক উদয়ন গুহ এর বিরুদ্ধে Uuptwa  এর পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ জমা পরে। 

Uuptwa এর পক্ষ থেকে কোচবিহার জেলা সম্পাদক অরুণ কুমার দাস আজ  দিনহাটা থানায় অভিযোগ জানান- 
"দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, মাননীয় শ্ৰী উদয়ন গুহ মহাশয় এক প্রকাশ্য পথসভায় ন্যায্য বেতনের দাবীতে ও অবৈধভাবে বদলীপ্রাপ্ত শিক্ষকদের ফিরিয়ে আনার দাবীতে অনশনকারী প্রাথমিক শিক্ষককে আক্রমণ এবং গুন্ডাবাহিনী দিয়ে আটকে রেখে হেনস্থা করার হুমকি দেন। এছাড়াও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখেন । যা শিক্ষক সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকারক ও নিন্দনীয় ।
আগামীদিনে, কোনাে প্রাথমিক শিক্ষকের সাথে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।"


প্রসঙ্গগত উল্লেখযোগ্য প্রায় ৫ মাস আগে একটি অরাজনৈতিক রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA এর ডাকে সাড়া দিয়ে কোলকাতার বিধাননগরে অবস্থিত বিকাশ ভবনের অনতিদূরে খোলা রাস্তায় প্রায় ১৪ দিন আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন  প্রাথমিক স্কুল শিক্ষক পিন্টু মোদক। যদিও বিধায়ক তার নাম নেননি তবু উস্থিয়ানরা নিশ্চিত, বিধায়ক শিক্ষক পিন্টু মোদকের কথাই নাম না করে বলেছেন।  
প্রশ্ন উঠছে একটি নায্য দাবীর পক্ষে একটি গনতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ অনশন আন্দোলন কি করা যাবেনা?  বিভিন্ন শিক্ষক সংগঠন থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA এর সভাপতি মাননীয় সন্দিপ ঘোষ ও সম্পাদিকা মাননীয়া পৃথা বিশ্বাস যৌথ বিবৃতিতে এই হুমকির তীব্র বিরোধিতা করেছেন। সেই শিক্ষক ও তার পরিবারের পাশে সমস্ত শক্তি নিয়ে তারা দাড়াবেন বলে কথা দিয়েছেন। 

এদিকে পিন্টু মোদকের দিকে লক্ষ্য করেই মাননীয় বিধায়ক তার আগের চাকরি পাওয়া বা তার বাবার দোকানের জমি পাওয়ার অভিযোগ করেছেন এবং রীতিমতো হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি তার ও তার বাবার প্রতি এই অভিযোগের প্রত্যুত্তরে ফেসবুকের মতো সোশাল মিডিয়াতে তিনি সমস্ত সত্য ঘটনা প্রকাশ্যে এনেছেন।তিনি দাবী করেন কয়েক বছর আগে ঘটে যাওয়া দলবদলে তিনি বেনোজলে মিশে যাননি বলেই তার প্রতি এই আক্রমন।

উল্লেখকরা যেতে পারে মাননীয় বিধায়ক বর্তমানে যে দলের প্রতিনিধিত্ত্ব করছেন সেই দলের আগের শিক্ষামন্ত্রী, শিক্ষাবিদ,বুদ্ধিজীবী  মাননীয় ব্রাত্য বসু ওনার সময়ে প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে প্রাথমিক শিক্ষকদের অনায্য বেতন নিয়ে সরব হয়েছিলেন ও পরামর্শ দিয়েছিলেন নায্য বেতনের দাবীতে আন্দোলন করতে।প্রায় এক দশক ধরে প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার প্রেক্ষিতে তার এই পরামর্শ লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকরা আজও কৃতজ্ঞ  চিত্তে স্মরণ করেন।


বিস্তারিত ভিডিওতে-