Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক উদয়ণ গুহ'র সভার অদূরে ফাটলো বোমা- আতঙ্কিত জনতা


আজ সন্ধ্যায় দিনহাটা 2 ব্লকের বাসন্তিরহাটে বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে অনুষ্ঠিত হলো NRC বিরোধী এক পথসভা। উক্ত পথসভায় বক্তব্য রাখেন দিনহাটা বিধান সভার বিধায়ক উদয়ন গুহ, বুড়িরহাট 2 নং গ্রামপঞ্চায়েত প্রধান সুশান্ত বর্মন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ। 

পথসভা চলাকালীন ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত বানিয়াদহ নদীর পাড়ে পর পর দু'বার বোম ফাটানো হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বর্তমানে পরিস্থিতি থমথমে।

(বিস্তারিত আসছে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code