Latest News

6/recent/ticker-posts

Ad Code

UGC-NET এর প্রশ্ন বিভ্রাট!


প্রতিকী ছবি

জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) ২-৬ ডিসেম্বর পর্যন্ত ইউজিসি-নেট পরীক্ষা অনুষ্ঠিত করছে।  এবার 10,34,872 প্রার্থীদের জন্য, 81 টি বিষয়ে পরীক্ষা চলছে বলে UGC সূত্রে খবর। জানা গেছে 219 টি শহরে 700 কেন্দ্রে তৃতীয়বারের মতো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) চলছে।




গতকালকে ছিল এন টি এ নেট পরীক্ষা অর্থাৎ (national eligibility test)। পরীক্ষার্থী সূত্রে খবর প্রথম পত্রের প্রশ্ন ঠিক থাকলেও দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় প্রচুর ভুল, এমনকি প্রশ্নের উত্তর নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন অপশন দেওয়া হয় সেখানেও একই অপশন দুবার ছিল বলে জানা যায় । 




যদিও এন টি এ -এর কর্তৃপক্ষ পরীক্ষা চলাকালীন জানিয়েছে, যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একই অপশন দু'বার রয়েছে সে ক্ষেত্রে তারা পরীক্ষার্থীদের নম্বর দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code