Latest News

6/recent/ticker-posts

Ad Code

এআইডিএসও'র পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন কোচবিহারে


SER19 ১৯শে ডিসেম্বর,কোচবিহার:
আজ বৃহস্পতিবার কাকোরি মামলার শহীদ রামপ্রসাদ বিসমিল ও অসফাকউল্লা খান  স্মরণে এআইডিএসও'র পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন হয়। স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ারে শহীদদ্বয়ের  প্রতিকৃতিতে মাল্যদান করেন এআইডিএসও জেলা সভাপতি স্বপন বর্মন। 

এরপর শতাধিক ছাত্রছাত্রীর সাম্প্রদায়িকতা বিরোধী একটি স্লোগান দৃপ্ত মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শতাধিক ছাত্রছাত্রী আজকের সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিলে অংশগ্রহণ করে এবং বিভেদকামী এনআরসি ও ধর্মের  ভিত্তিতে  সিএএ বাতিলের দাবি সহ ছাত্র আন্দোলনে পুলিশের বর্বরোচিত আক্রমনের প্রতিবাদে আওয়াজ তোলে।

আজকের মিছিলে নেতৃত্ব দেন এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code