SECR04, আলিপুরদুয়ার :

রবিবার আলিপুরদুয়ার মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দেবকলোনি কাসা রিসোর্স সেন্টারে বিনামূল্যে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করে।  আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন  মহকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান নরেন্দ্রনাথ দাসগুপ্ত,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( 2nd Court ) পুকার প্রধান, আলিপুরদুয়ার দুই নং ব্লক জয়েন্ট বিডিও হরেন্দ্রনাথ অধিকারী, মহকুমা আইনি পরিষেবা কমিটির সেক্রেটারি বিজ্ঞান বোস , স্টাফ সুবিমল বিশ্বাস,আইনি সহায়ক শুভাশিস দেবনাথ,চৈতন্য দাস সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।

আজ মহকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান নরেন্দ্রনাথ দাসগুপ্ত শিবিরে উপস্থিত সকলকে বিনামূল্যে আইনি পরিষেবা সমন্ধে সচেতন বার্তা রাখেন-আইনানুগ পরামর্শ দেন, শিবিরে উপস্থিত মানুষজন তাঁদের কিছু সমস্যার কথা তুলে ধরেন।   

চেয়ারম্যান সাহেব তাঁদের সমস্যা সমাধানের সূত্র বের করে দেন - তিনি বলেন "অঞ্চল, ব্লক এমনকি থানা গুলিতেও আমাদের ক্লিনিক রয়েছে যেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে যেতে পারেন এবং সেখানকার আইনি সহায়করা আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিবে।"