হায়দরাবাদ, 6 ডিসেম্বর : বিগত কয়েকদিন আগে তেলেঙ্গায় গণ ধর্ষণের ফলে প্রাণ হারিয়েছেন এক পশু চিকিৎসক। চারজন মিলে ধর্ষণ করার পর তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। ANI থেকে প্রাপ্ত খবরানুসারে শুক্রবার ভোরে অভিযুক্ত চারজনই এনকাউন্টারে প্রাণ হারিয়েছে।
হায়দরাবাদের চেরাপল্লী জেলে রাখা হয়েছিল তাদের ৷ পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে ৷ কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা তা এখনও জানায়নি পুলিশ ৷ পুলিশ জানিয়েছে , ঘটনার পুনর্নিমাণ করতে ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয়েছিল তাদের ৷ সেখান থেকে পালানোর চেষ্টা করে তারা ৷ তখন গুলি চালায় পুলিশ ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় 8 অভিযুক্তের ৷
Telangana Police: All four people accused in the rape and murder of woman veterinarian in Telangana have been killed in an encounter with the police. More details awaited. pic.twitter.com/AxmfQSWJFK— ANI (@ANI) December 6, 2019
1 মন্তব্যসমূহ
তাদের লাস কই
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊