![]() |
pic source: grap |
সুদানের খার্তুমে কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ২৩ জনের। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন ভারতীয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে, 'সালোমি' সিরামিক কারখানায় ইনস্টল করা একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।
বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ভারতীয় শ্রমিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার নিহতের পরিচয় শনাক্ত করতে এবং মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে তিনি জানান। জয়শংকর জানিয়েছেন, সুদানের ভারতীয় দূতাবাসকে ২৪ ঘন্টা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Have just received the tragic news of a major blast in a ceramic factory “Saloomi” in the Bahri area of the capital Khartoum in Sudan. Deeply grieved to learn that some Indian workers have lost their lives while some others have been seriously injured.— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊