![]() |
pic source:icc |
এগারো জনের দলে রয়েছে ভারতের বিশ্বজয়ী ও অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রয়েছেন একের পর এক বিপ্লব ঘটানো বর্তমান অধিনায়ক 'রানমেশিন' বিরাট কোহলি। তবুও উইজডেন নির্বাচিত এক দশকের সেরা আইপিএল দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন 'হিটম্যান' রোহিত শর্মা। উইকেটের পেছনে দস্তানা হাতে মহেন্দ্র সিং ধোনি এবং ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি। অবাক লাগলেও এটাই সত্যি।
আইপিএল পরিসংখ্যানই রোহিতের হয়ে কথা বলবে। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ছুটে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এর অশ্বমেধ ঘোড়া। ২০১৩, ২০১৫,২০১৭ ও ২০১৯ সালের আইপিএল খেতাব জয়ী মুম্বই সবথেকে সফল দল। সেদিক থেকে ধোনি বা তাঁর দল চেন্নাই সুপার কিংস হিটম্যান এর থেকে পিছিয়ে। আর কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তো সুপার ফ্লপ।
উইজডেন নির্বাচিত এই দশকের সেরা আইপিএল একাদশ— ক্রিস গেল, রোহিত শর্মা (অধিনায়ক), সুরেশ রায়না, বিরাট কোহালি, এবি ডিভিলিয়ার্স, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, সুনীল নারাইন, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা। দ্বাদশ ব্যক্তি: ডোয়েন ব্রাভো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊