20 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ স্কুলশিক্ষা পর্ষদের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ৭ম কাউন্সেলিং চলছে। অনেকেই হয়তো ভাবেননি নিয়োগ প্রক্রিয়া এত দীর্ঘ হবে। যদিও জানা গিয়েছে এখনও কিছু সিট বাকি আছে, ফলে ৮ম কাউন্সেলিং এর প্রবল সম্ভাবনা। এসএসসি সূত্রের খবর ৭ম কাউন্সেলিং শেষ হবার পর স্কুল অনুযায়ী শূন্যপদ বিবেচনা করেই ৮ম কাউন্সেলিং এর সিদ্ধান্ত নেওয়া হবে।

    একইসঙ্গে এসএসসি তরফে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই  শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। যা নতুন চাকরী প্রার্থীদের জন্য খুশির খবর হতে চলেছে।

      পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানা গিয়েছে, নতুন নিয়মে দুই নম্বরের প্রশ্ন থাকার কথা ৪০ টি। মোট ৮০ নম্বরের লিখিত পরিক্ষা হবে। আর অ্যাকাডেমিকের উপর থাকবে ২০ নম্বর। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৯০মিনিট। এখনও পর্যন্ত এটাই ঠিক হয়ে আছে। তবে কমিশনের একটি সূত্রে খবর MCQ টাইপের প্রশ্নও হতে পারে। যদিও এখনো ফাইনাল হয়নি। নতুন বিজ্ঞপ্তিতেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।