নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের সপ্তম দফা কাউন্সেলিং দিন আগামী বুধবার চূড়ান্ত করেছে কমিশন৷ কিন্তু, গত শুক্রবার থেকে টানা তিন দিন ধরে চলা বাংলাজুড়ে আন্দোলনের জেরে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন৷ ফলে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্সেলিং হাজির হাওয়া নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

স্টেশনগুলিতে  হামলার জেরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন৷ উত্তরবঙ্গে গিয়ে আটকে গিয়েছেন বহু পর্যটক থেকে সাধারণ যাত্রীরাও৷ পথ অবরোধের ভয়ে সড়ক পথও এড়িয়ে চলতে চাইছেন যাত্রীরা৷ সুযোগ বুধে উত্তর থেকে দক্ষিণে আসা বিমান ভাড়াও বেড়েছে কয়েকগুন৷ ৩ থেকে সাড়ে তিন হাজারি বিমান ভাড়া দাঁড়িয়েছে ৮-১০ হাজার টাকা৷

বাতিল মালদহ বালুরঘাট লিঙ্ক গৌড় এক্সপ্রেস৷ বাতিল হয়েছে শিলিগুড়ি থেকে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস৷ বাতিল বালুরঘাট থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস৷ বাতিল হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস৷ চলবে না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ বাতিলের তালিকায় রয়েছে বালুরঘাট কলকাতা এক্সপ্রেস৷ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল৷ শতাব্দী এক্সপ্রেস, চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেস বাতিল৷ উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ রাধিকাপুর থেকে কলকাতা এক্সপ্রেস বাতিল৷ রানিনগর জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি এক্সপ্রেস বাতিল৷ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ চলছে সরাইঘাট এক্সপ্রেস৷ রেল কর্তৃপক্ষের অনুমান, রেল পরিষেবা স্বাভাবিক হতে এক মাস সময় লাগতে পারে৷

সেই সমস্যার কথা মাথায় রেখে গত রবিবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর সোমবার কাউন্সেলিংয়ের দিন ধার্য করা হলেও তা পরিবর্তন করা হয়েছে৷ ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১৮ ডিসেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের সপ্তম দফায় অপেক্ষমান চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করা হবে৷ 

কিন্তু, রেল যোগাযোগ ভেঙে পড়ায় সময় মতো কাউন্সেলিংয়ে হাজির হওয়া যাবে কি? হাজির হতে না পারলে কী হবে? যারা আসতে পারবেন না, বা আসতে সমস্যা হবে, সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কি কোনও বিকল্প ব্যবস্থা ভাবছে কমিশন? এই সকল প্রশ্ন নিয়ে আতঙ্কিত চাকুরিপ্রার্থীরা।