SER - 20




2019 সাল শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। গোটা বিশ্বের মানুষ এখন বড়দিন আর নতুন বছর উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত। উৎসবের মরশুমের মাঝেই বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারত সহ এশিয়ার একাধিক দেশের মানুষ। 
   
      আগামী 26 ডিসেম্বর পূর্নগ্রাস সূর্য গ্রহণ। দেখা যাবে সূর্যের চারপাশে বলয় সৃষ্টি। 26 ডিসেম্বর ভারতীয় সময় সকাল 7 টা 59 মিনিট 53 সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে।  বলয়গ্রাস গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল 9 টা 04 মিনিট 33 সেকেন্ডে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিট 55 সেকেন্ডে। এর পরে গ্রহণ শেষ হবে দুপুর 1 টা 35 মিনিট 40 সেকেন্ডে। দক্ষিণ ভারত, উত্তর/পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর/পূর্ব অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।
   
    দক্ষিণ ভারত থেকে পরিষ্কার ভাবে দৃশ্যমান হলেও উত্তর ভারতের মানুষও সাক্ষী থাকবেন এই বিরল মহাজাগতিক ঘটনার। সেই উদ্দেশ্যে দিনহাটার সংহতি ময়দানে একটি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দিনহাটা বিজ্ঞান কেন্দ্র। সময় সকাল ৮টা থেকে দুপুর ১২টা।
    
    বিজ্ঞান মঞ্চের বার্তা "মহাজাগতিক বিভিন্ন ঘটনার পেছনের আসল কারণ জানুন এবং গ্রহণ সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখুন"