SER-20:
বড়শাকদল অঞ্চল sfi  ইউনিট এর  সম্মেলন অনুষ্ঠিত হল বালিকা বন্দরে সিপিআই (এম) পার্টি   অফিসে ।   পতাকা উত্তোলনের মধ্য দিয়ে  সম্মেলন কাজ শুরু হয়। সম্মেলনে ৪০০ মেম্বারশিপে ২০ জন প্রতিনিধিত্ব করেন।

সম্মেলনের  আলোচনার মূল বিষয়  গুলি ছিলো :-

1) দিনহাটা ২নং ব্লকে ঘোষিত কলেজ স্থাপন এবং  অবিলম্বে পঠন পাঠন শুরু করতে হবে।

 2) CAA /NRC সংবিধান বিরোধী আইন অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে।

 3) অবিলম্বে স্কুল কলেজে ও বিশ্ববিদ্যালয়ের বর্ধিত  ভর্তির  ফি কমাতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের ব্যায় বর্ধিত  করতে হবে

 এই দাবী গুলিকে  সামনে রেখে আগামী ৮ই জানুয়ারি ২০২০ সাধারণ ছাত্র ধর্মঘট পালিত হবে ।


সম্মেলনে  ১৩ জনের একটি   কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হলেন  বুবুনি বর্মন । সম্পাদক  প্রদীপ বর্মন । পত্রিকার  সম্পাদক  আবির দেব।


সভায় উপস্থিত ছিলেন নাজির হাট-বড়শাকদল আঞ্চলিক কমিটির সভাপতি সাব্বির রহমান। সম্পাদক  কপিল রায়। দিনহাটা কলেজ ইউনিট কমিটির সভাপতি সঞ্জীব কর্মকার প্রমুখ নেতৃত্ব ।