ছাত্র-ছাত্রীরা যাতে আরও মজা করে শিখতে পারে তার জন্য এক অভিনব উপায় বের করলেন স্পেনের এক স্কুলের শিক্ষিকা ভেরোনিকা ডকিউ । ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি। বর্তমানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের বিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান, স্প্যানিশ-এর মতো বিষয় পড়ান তিনি। 

৪৩ বছরের এই শিক্ষিকা বায়োলজির ক্লাসে অ্যানাটমি পোশাক পরে যান। এই পোশাকের উপর মানবদেহের ভিতরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের ছবি আঁকা ছিল। সেই ছবি দেখিয়েই পড়ান তিনি। এই পড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভেরোনিকার প্রশাংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ তা নিয়ে কোনওরকম সন্দেহ নেই।