গিতালদহের ঘুঘুমারি দিগন্ত কৃষক সংঘে  স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস এসোসিয়েশন (SATSA) দিনহাটা শাখার পক্ষ থেকে ২০ জন দূঃস্থ কৃষকদের মধ্যে কম্বল বিতরণ ও সাম্প্রতিক ভূট্টা ফসলের ফল আমি ওয়ার্ম(রাক্ষুসে পোকার) নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা শিবিরের অনুষ্ঠিত হল। 

এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী রঞ্জিত কুমার দাস, সভাপতি শ্রী সুকুমার সাহা, শ্রী প্রণবজ্যোতি পন্ডিত, শ্রী সুদীপ দে, শ্রী রজত চ্যাটার্জী ও অন্যান্য সদস্য অধিকারীকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেন।

সরকারি কাজের বাইরেও দুঃস্থ কৃষক বন্ধুদের আসে পাশে ভুট্টা ফসলের এই ভয়ানক পোকার হাত থেকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন সামাজিক দায়বদ্ধতার নিরিখে সরকারি ছুটির দিনেই মাঝে মধ্যে জেলা জুড়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই আলোচনা সভায় শতাধিক এলাকার মানুষ উপস্থিত ছিলেন।