পর্যটক টানতে টয়ট্রেনে এবার ‘জঙ্গল সাফারি’, মিলবে খাবার ও লোকনৃত্যের আনন্দ, জানুন ভাড়া ও সময়সূচি
নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি: নতুন বছরে পর্যটকদের জন্য দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর)-এর তরফ থেকে এল বড় চমক। শতবর্ষ পেরনো হেরিটেজ টয়ট্রেনে এবার শুধু পাহাড় দেখা নয়, মিলবে ভুরিভোজ এবং স্থানীয় সংস্কৃতির স্বাদ। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে (PPP Model) চালু হতে চলেছে বিশেষ ‘জঙ্গল সাফারি’ জয়রাইড।
আগামী রবিবার, ১১ জানুয়ারি থেকে এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। ডিএইচআর সূত্রে জানা গেছে, আপাতত প্রতি শনি ও রবিবার এই ট্রেনটি চলবে। শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে ট্রেনটি আঁকাবাঁকা সবুজ পাহাড়ি পথ পেরিয়ে তিনধারিয়া পৌঁছাবে এবং সেখান থেকে আবার শিলিগুড়ি জংশনে ফিরে আসবে।
DHR-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, এই জয়রাইড ট্রেনটিতে মোট তিনটি কামরা থাকবে। দুটি কামরা বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হবে। একটি কামরা সরাসরি রেলের অধীনে থাকবে, যার টিকিট আইআরসিটিসি (IRCTC)-র মাধ্যমে পাওয়া যাবে।
বেসরকারি সংস্থার পরিচালিত কামরা এবং রেলের নিজস্ব কামরার ভাড়ার তালিকা ও সুযোগ-সুবিধায় পার্থক্য রাখা হয়েছে:
১. বেসরকারি কামরা (প্যাকেজ):
- ভাড়া: মাথাপিছু ২,১৯৯ টাকা।
- খাবার: এই ভাড়ার মধ্যেই যাত্রীদের প্রাতরাশ, দুপুরের খাবার এবং বিকেলের জলখাবার দেওয়া হবে। মেনুতে স্থানীয় মোমো এবং দার্জিলিং চায়ের স্বাদ মিলবে।
- বিনোদন: যাত্রীদের মনোরঞ্জনের জন্য নেপালি লোকনৃত্য (ফোক ড্যান্স) এবং বিভিন্ন ফ্যামিলি গেমসের আয়োজন থাকবে।
- ভ্রমণ: তিনধারিয়া পৌঁছে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে। সেই সময়ে যাত্রীদের ‘তিনধারিয়া স্মৃতিবন পার্ক’ ঘুরিয়ে দেখানো হবে।
২. রেলের কামরা:
- ভাড়া: সিঙ্গল ট্রিপ ৫০০ টাকা এবং রাউন্ড ট্রিপ ১,০০০ টাকা।
- সুবিধা: এই কামরায় যাত্রীরা শুধুমাত্র ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন, কোনো খাবার বা বাড়তি প্যাকেজ এর অন্তর্ভুক্ত নয়।
রেলের এই পদক্ষেপে বিভিন্ন মহলে আংশিক বেসরকারিকরণের অভিযোগ উঠলেও, কর্তৃপক্ষ তা মানতে নারাজ। ডিএইচআর ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, “এটাকে বেসরকারিকরণ বলা ঠিক নয়। বেসরকারি সংস্থাটি আগাম সমস্ত আসনের ভাড়া রেলকে পরিশোধ করবে। ফলে যাত্রী কম হলেও রেলের কোনো আর্থিক ক্ষতির আশঙ্কা নেই, বরং রেল লাভবান হবে।”
উল্লেখ্য, করোনা পরিস্থিতির আগে শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারি চালু ছিল, যা পরে বন্ধ হয়ে যায়। নতুন বছরে নতুন আঙ্গিকে তিনধারিয়া পর্যন্ত এই পরিষেবা চালু হওয়ায় পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊