সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি মেনে অবশেষে  প্রকাশিত হলো স্কুল এডুকেশনের জন্য পৃথক রিভিশন অ্যান্ড পে অ্যালাওয়েন্স (রোপা)৷ 


ইতিমধ্যে মূল ROPA 2019 প্রকাশিত হয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির যাবতীয় হিসাব নিকাশ দেওয়া হয়েছে। যদিও মূল ROPA 2019 এর একটি অংশ হিসেবে শিক্ষকদের
জন্য রোপা বের হবার কথা কিন্তু সেটা এতদিন বের হয়নি।

আজ “ROPA 2019 FOR TEACHERS” প্রকাশিত হওয়ায় শিক্ষকরা নিজেদের পে কমিশনের বর্ধিত
বেতনের হিসাব নিকাশ করতে পারবেন। কারণ শিক্ষকদের যাবতীয় বেতনের হিসাব এর ক্যালকুলেসন ঐ “ROPA 2019 FOR TEACHERS” দেখে হবে। মূল ROPA 2019 যেটা প্রকাশ
পেয়েছে সেখানে কিছু বেসিক হিসাব দেওয়া আছে কিন্তু ডিটেইলস হিসাব দেওয়া ছিল না। যেমন চাকরী জীবনে 10,18,20 বছর পূর্ন হলে আগের মতন শিক্ষকরা বেনিফিট পাবেন না সেটা পরিবর্তন করা হবে।
অপর দিকে প্রধান শিক্ষকদের জন্য,TIC দের জন্য বিশেষ কিছু সুবিধা এই পে কমিশনে থাকবে কি না সেটাও দেখার জন্য প্রয়োজন ছিল এই রোপার।
  • রোপার বিধি অনুযায়ী অপশন ফর্ম দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাথমিক শিক্ষক থেকে আংশিক সময়ের জন্য নিযুক্ত শিক্ষক, পার্শ্ব শিক্ষকদের অপশন ফর্ম দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, গ্রাজুয়েট শিক্ষক TGT স্কেলের বিষয়টি পরে তালিকা ভুক্ত করা হতে পারে৷ ইতিমধ্যেই শিক্ষকদের দুটি স্তরে পে ব্রান্ড ও গ্রেড পের তালিকাও প্রকাশিত হয়েছে৷ সেই অনুযায়ী ধার্য হবে নয়া বেতন কাঠাম।
  • বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা নিতে পারেন৷ আবার নতুন বেতন হারের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে৷
  • অপশন দিতে হবে এই রোপা পাবলিশ হওয়ার 3 মাসের মধ্যে। একবার অপশন নিলে পরে চেঞ্জ করা যাবে না। অপশন ফর্মে কর্মীরা জানাতে পারবেন, আপাতত তিনি যে হারে বেতন নিচ্ছেন, তা অব্যাহত থাকবে৷ আবার পরবর্তী পদোন্নতির সময় থেকে তিনি নতুন হারে বেতন নিতে পারেন৷ সেই অপশনও দেওয়ার সুযোগ আছে৷ তবে, এর আগে ২০০৯ সালের এপ্রিল মাস থেকে ১২ মাসের বকেয়া দেওয়া হলেও এবার বকেয়া পাওয়ার সুযোগ কোনও নেই৷
ফিক্সাশন
বেসিক পে(গ্রেড পে+ব্যান্ড পে) কে 2.57 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেটাকে রাউন্ড অফ করতে হবে কাছা কাছি রুপিতে। এর পর পর ঐ ভ্যালু তা নিজের গ্রেড পে অনুসারে লেভেল এ দেখতে হবে, ওটা পেলে ভালো না হলে উচ্চ  ভ্যালু নিতে হবে।

ইনক্রিমেন্ট
 6 মাস সার্ভিস কমপ্লিট করতে হবে ১ জুলাইয়ের মধ্যে জুলাইয়ে মধ্যে(joining year) এবং প্রত্যেক বছর 1 st জুলাই শিক্ষকরা এবং শিক্ষা কর্মীরা ইনক্রিমেন্ট পাবেন।

প্রমোশনাল ইনক্রিমেন্ট 

যদি শিক্ষক/শিক্ষা কর্মীর গ্রেড পে 4100 থেকে কম হয় ,তাহলে সে একটা ইনক্রিমেন্ট এবং একটা লেভেল পরিবর্তনের সুবিধা পাবেন।

এডিশনাল ইনক্রিমেন্ট
 HM/AHM/HT একটা এডিশনাল ইনক্রিমেন্ট পাবেন। তবে 10 বছর ঐ পোস্ট কমপ্লিট করতে হবে। এবং সর্বোচ্চ দুটি ঐ রকম ইনক্রিমেন্ট পাওয়া যাবে।
HM (higher secondary school ,GP 5400) এর শিক্ষক হলে 500 টাকা এডিশনাল ভাতা পাবেন।

TIC দের জন্য 
TIC (secondary school) 200 টাকা অতিরিক্ত ভাতা এবং TIC (higher secondary school) হলে ভাতা 250 টাকা করে পাবেন।

HM প্রাথমিক বিদ্যালয়-  অতিরিক্ত 400 টাকা করে ভাতা পাবেন। কোনও এরিয়ার পাবেন না। HRA 12 % সর্বোচ্চ 12000 টাকা পাবেন। MA 500 টাকা পাবেন।




বিস্তারিত আসছে- 
pdf ডাওনলোড করতে পারেন নীচের লিঙ্ক থেকে