এবার সরাসরি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র! পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলা করতে আদালতে যাচ্ছে কেন্দ্র। রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের জেরে তাণ্ডবে রেলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে! সেই অভিযোগেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে রেল। রাজ্যের বিরুদ্ধে রেল দেওয়ানি মামলা করতে চলেছে বলে জানা গিয়েছে।

রেল সূত্রে খবর, আধিকারিকরা মনে করছেন প্রতিবাদের নামে তাণ্ডবের জেরে রাজ্যজুড়ে ব্যাপকহারে রেলের সম্পত্তির ক্ষতি হয়েছে। যার জন্য দায়ী রাজ্য সরকারই। কারণ আইন-শৃঙ্খলা বজায় রাখা রাজ্যেরই দায়িত্বের মধ্যে পড়ে। 

তবে কোন আদালতে রেল  মামলা করতে চলেছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখেই মামলা করতে চলেছে রেল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেই রাজ্যের বিরুদ্ধে রেল দেওয়ানি মামলা করবে কিনা, সেই প্রশ্নও উঠছে।