Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ বিশেষ বিদ্যালয় এর পাশে দাঁড়ালো দুই বিশিষ্ট ব্যক্তি




SER-20 : 

আজ আলিপুরদুয়ার কলজের অধ্যাপক ড. জ্যোতিবিকাশ নাথ এবং আলিপুরদুয়ার এর বিশিষ্ট ব্যক্তি রত্নদ্বীপ মিত্র মিলে স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত পথ বিশেষ বিদ্যালয়ের মোট 50টি কম্বল তুলে দেন l এই কম্বল বিদ্যালয়ের বিশেষ ছাত্র ছাত্রীদের হাতে এবং অত্র এলাকার দরিদ্র প্রতিবন্ধী দের হাতে তুলে দেওয়া হয় l 

আজকের এই পথ বিশেষ বিদ্যালয়ের কম্বল বিতরণ অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন শিক্ষা রত্ন প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ রতন চৌধুরী, পলাশবাড়ি পুলিশ ASI, আলিপুরদুয়ার 1 নং ব্লক এর পঞ্চায়েত সমিতির সদস্যা মাননীয়া মলি ভূঁইয়াl সোসাইটির সম্পাদক মাননীয় তাপস বর্মন জানান যে " এই কম্বল শীতে এদের অনেক উপকারে লাগবে " l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code