চলতি আর্থিক বছর শেষের আগেই রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। অপেক্ষা শুধু কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেতের। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। প্রায় ১০ শতাংশ হারে ভাড়া বাড়তে পারে বলে জানা গিয়েছে। কবে থেকে নতুন ভাড়া কার্যকর হবে সেবিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 

রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেছেন, ‘পণ্যবাহী ট্রেনের ভাড়া বর্তমানে বেশ বেশি। ফলে এক্ষেত্রে ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই। তবে, যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়তে পারে।’ পরে অবশ্য রেল বোর্ডের মুখপাত্র আর ডি বাজপেয়ী জানিয়েছেন, ‘রেলের ভাড় সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে। এর মানে এই নয় যে শুধুই ভাড় বৃদ্ধি করে তা করা হবে। ভাড় কমানো-ও হতে পারে।’ মন্দার ছায়া রেলে। সূত্রের খবর, ঘাটতি মেটাতে মাস কয়েক আগেই ভাড়া বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছিল রেলমন্ত্রকের তরফে।