নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে জ্বলছে বাংলা৷ প্রতিবাদের আগুন ছড়িয়েছে বসিরহাটে৷ কিন্তু, নিজের নির্বাচনী কেন্দ্রে অশান্তি ছড়িয়ে পড়লেও সাংসদ আছেন নিজের আনন্দে ৷ ১৪ ডিসেম্বর ফেসবুক পেজে তৃণমূলের অভিনেত্রী সাংসদ স্বামীকে নিয়ে করেছেন পোস্ট৷ ১৫ ডিসেম্বর ‘তিন মুখের আড়ালে মুখোশ’ পোস্টে নিজের ছবির প্রচার করেছেন সাংসদ৷ টুইটারেও নিজের ছবির প্রচারে ব্যস্ত তিনি৷
অশান্তির জেরে গোটা বসিরহাট মহকুমাজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা৷ স্তব্ধ জনজীবন৷ কিন্তু, নিজের নির্বাচনী কেন্দ্রে আশান্তির আগুন জ্বললেও ভাবলেশহীন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান৷ শান্তির বার্তা এড়িয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও শেয়ার করে সমালোচিত সাংসদ৷
১৩ ডিসেম্বর একটি নাচের ভিভিও পেস্ট করেছেন অভিনেত্রী সাংসদ৷ ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানে ঢিলেঢালা পোশাক নাচতে দেখা গিয়েছে সাংসদকে ৷ সাংসদের নাচ ঘিরে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ৷
নিজের নির্বাচনী এলাকায় যখন আগুন ছড়িয়েছে, তখন একজন সাংসদ কীভাবে সোশ্যাল মিডিয়ায় নাচ শেয়ার করছেন? প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ ৷
আসুন দেখে নেই সেই নাচ-
আসুন দেখে নেই সেই নাচ-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊