নিজস্ব প্রতিনিধি: নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল বেশ কিছুদিন ধরেই সারা দেশজুড়ে বিক্ষোভ-মিছিল   চলছে। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন গুলোও নাগরিকত্ব আইনের সাথে সাথে NRC, NPR, CAA. বিরোধীতায় সরব হচ্ছে। একের পর এক রাজ্যগুলোকেও এই আইনের বিরোধীতা করতে দেখা গেছে।

এইরূপ সাম্প্রদায়িক বিভেদ ও সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের ডাক দিল "দিনহাটা ছাত্র শিক্ষক ঐক্য মঞ্চ"। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবেই মিছিলে হাঁটার আমন্ত্রণ জানিয়েছে সংগঠনের আহ্বায়করা। জাতি, ধর্ম, বর্ণ , রাজনৈতিক দল-মত নির্বিশেষে দলে দলে যোগ দিয়ে  উক্ত মিছিলটিকে সফল মন্ডিত করুন।২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় মিছিল শুরু হবে দিনহাটা হেমন্তবসু কর্নারের সামন থেকে।