আরিফ হোসেন, কোচবিহার, ২১শে ডিসেম্বর: নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল বেশ কিছুদিন ধরেই চলছে। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন গুলোও নাগরিকত্ব আইনের সাথে সাথে এন. আর. সি. ও এন. পি. আর. বিরোধীতায় সরব হচ্ছে। একের পর এক রাজ্যগুলোকেও এই আইনের বিরোধীতা করতে দেখা গেছে। এদিকে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে ও জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর পুলিশের বর্বোচিত আক্রমনের প্রতিবাদে আগামী ৮ই জানুয়ারী সারা দেশ ব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। এদিন কোচবিহার জেলা SFI এর পক্ষ থেকে ৮ই জানুয়ারীর ছাত্র ধর্মঘটের সমর্থনে একটি মিছিল সংগঠিত হয়। সেই সঙ্গে NRC, CAA এর বিরুদ্ধে এই মিছিল সংঘটিত হয় বলে জানা গেছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন SFi রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, কমিটির সদস্য আকিক হাসান, জেলা সম্পাদক প্রনয় কর্য্যী, সভাপতি কৌশিক ঘোষ ও অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রের নতুন নাগরিকত্ব আইনকে সংবিধান বিরোধী ও মানবতা বিরোধী কালা কানুন বলে প্রত্যাহারের দাবি তোলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊