সিএএ’র পর এবার জাতীয় জনগণনার কাজ থেকে নিজেদের সরিয়ে দেওয়ার ঘোষণা রাজ্যের৷ আপাতত স্থগিত ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন৷
এনপিআরের কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দপ্তর৷ এনপিআর হবে না বাংলায়৷ জেলায় জেলায় প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশনে করা হবে বলে জারি হয়েছে নির্দেশ৷স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি জারি করে নির্দেশিকা পাঠানো হয়েছে জেলায়-জেলায়৷
আগামী ২০২১ সালে এই জনগণনার প্রক্রিয়া শুরু হবে গোটা দেশজুড়ে৷ জানা গিয়েছে, জনগণনার প্রথম পর্বের কাজ শুরু হবে আগামী বছর এপ্রিল মাসে৷ চলবে সেপ্টেম্বর পর্যন্ত৷ কিন্তু জানা গিয়েছে, ওই জনগণনার সময় নাগরিকদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও স্মার্টফোনের তথ্য জানতে চাওয়া হতে পারে৷
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০২১-এর জনগণনা যে প্রশ্ন রাখা হবে তার মধ্যে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও একটি পরিবারে কতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে রয়েছে অ্যাকাউন্ট ও একটি পরিবারে মোবাইল ফোন আছে কি না, তার মধ্যে কটি স্মার্টফোন, টিভি কানেকশন ক্যাবল সংযোগ, নাকি ডিশ টিভি লাগানো রয়েছে? তাও জানতে চাওয়া হবে৷ একই সঙ্গে বাড়িতে বোতলবন্দি পানীয় জল খাওয়ার অভ্যাস আছে কি না তাও জানতে চাওয়া হতে পারে বলে খবর৷ তবে ওই জনগণনা জাতপাতের কোনও গণনা করা হবে না বলেই জানা গিয়েছে৷
জানা গিয়েছে, ২০২১ সালে জনগণনা কাজটি দু’টি ধাপে হবে দেশেজুড়ে৷ প্রথম ধাপে বাড়িতে গিয়ে তালিকা সংযুক্তিকরণের কাজ করা হবে৷ সেটি বিভিন্ন রাজ্যের নিজেদের সুবিধা অনুযায়ী বিজ্ঞপ্তি করতে পারে বলে জানানো হয়েছে৷ দ্বিতীয় ধাপের আধিকারিক পর্যায়ে হবে কাজ৷ তবে, জনগণনায় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও স্মার্টফোনের বিস্তারিত তথ্য চাওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷ একজন জনতার কাছ থেকে কেন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন৷
সূত্রের খবর ইতিমধ্যেই এনপিআর করার জন্য বেশ কিছু জেলায় প্রশিক্ষণ শুরু হয়েছিল। কিন্তু নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করেই নবান্ন এনবিআর বাতিলের সিদ্ধান্ত নেয়। যদিও এনপিআরের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ২০১১ সালের এনপিআররের খসড়াও প্রকাশ করা হয়নি। ২০১৫ সালে সেই খসড়ার উপরেই কিছু রদবদল করা হয় মাত্র। কিন্তু তা কখনও প্রকাশ্যে আনেনি সরকার।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊