pic source ndtv
"রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। রাজারহাট এবং বনগাঁয় তার জন্য জমি দেখেছে রাজ্য সরকার।" এই খবর গত কয়েকদিন ধরেই ছড়াতে শুরু করেছিল রাজ্যে। তারপরেই রাজ্যের স্বরাষ্ট্র দফতেরর পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয় পুরো খবর অসত্য। রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না। তার জন্য কোনও রকম জমি চিহ্নিত করা হয়নি। 

এদিকে গত কয়েকদিন ধরে এই খবরের উপর ভর করেই প্রতিবাদে নেমেছিলেন রাজ্যের বাম দলগুলি। বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাতের অভিযোগ করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। 

সোমবার এই ক্যাম্পের প্রতিবাদে নিউটাউনে মিছিল করে সিপিএম। যার নেতৃত্বে ছিলেন বামেদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তৃণমূলের বিরোধিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গোটা দেশে মোদী সরকার এনআরসি চালু করলেও পশ্চিমবঙ্গে তিনি এনআরসি করতে দেবেন না।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।