Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাড় কাঁপানো শীতে দুঃস্থ দের শীতবস্ত্র উপহার 'নক্ষত্রে'র



'নক্ষত্র' নামের বিশাল মহত্ত্ব নিয়েই রাস্তায় নেমেছিল দিনহাটার কয়েকজন যুবক। উদ্দেশ্যও ছিল মহৎ। নিজেদের সাধ্যমত  গরীব দুঃখী দের পাশে দাঁড়ানো।

    গত বছর পুজোর আগে দুঃস্থ মায়েদের নতুন বস্ত্র দান করার মাধ্যমে পথ চলা শুরু। এবছর পুজোয় সংখ্যাটাও বেড়েছে। এবার নক্ষত্রের সদস্যরা গিয়েছিল আলিপুরদুয়ার এর তুরতুরি চা বাগানে। সেখানে দুঃস্থ শীতার্ত দের মাঝে তারা বিলিয়ে দিলো শীতবস্ত্র। হাসি ফুটলো আট থেকে আশি সকলের মুখে।

   নক্ষত্রের তরফে জানানো হয়েছে "আমরা সকলেই পুরোনো অথচ ব্যবহারযোগ্য শীতবস্ত্র না পড়ে ঘরে ফেলে রাখি। কিন্তু সেই জামাকাপড় গুলোই হয়ে উঠতে পারে অন্য কারোর শরীরের উষ্ণতার পরশ। সেই কথা মাথায় রেখেই আমরা এগিয়ে এসেছি। গরীব দের হাতে তুলে দিয়েছি পুরোনো ব্যবহারযোগ্য শীতবস্ত্র, যাতে তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code