সংশোধিত নাগরিকত্ব আইন এবং দেশব্যাপী প্রস্তাবিত এনআরসি নিয়ে আন্দোলন করছেন অনেক আগে থেকেই। কিছুদিন আগেই ক্যা ক্যা ছি ছি স্লোগান ভাইরাল হওয়ার পর এবার ক্যা(CAA) এর প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী। কবিতা লিখে ইতিমধ্যেই নিজের ফেসবুকে পোস্টও করেছেন তিনি। 

গত শুক্রবারই এই কবিতা পোস্ট হয় মুখ্যমন্ত্রীর ফেসবুক ওয়ালে । দেশের বর্তমান পরিস্থিতিতে অবিশ্বাস প্রকাশই এই কবিতার বিষয়বস্তু। শুরুতেই লিখেছেন, 'আমি তো এই দেশটাকে চিনি না। আমি তো এইখানে জন্মাইনি।' 

এছাড়াও এই কবিতায় বিভাজনকারী শক্তির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কেন কেউ তাঁর অধিকার হরণ করবে? সেই প্রশ্নও তুলে ধরেছেন।  কবিতার মাধ্যমে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, তিনি সমস্ত অধিকার ভোগ করে এই দেশেই থাকবেন।

আসুন দেখে নেই সেই ভাইরাল কবিতা - যা ইতিমধ্যে 6.9 k রিয়াকশন পেয়েছে- সাথে 1.9 kশেয়ার।