Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল 

special education teacher west bengal

কলকাতা, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ – পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে মোট ২৩০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনে এবং ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

পদের নাম ও বেতনক্রম

পদের নাম হলো 'স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুলস'। নির্বাচিত প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। পাশাপাশি, নিম্নলিখিত যোগ্যতা থাকা বাধ্যতামূলক:

রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে ডি.এড. (D.Ed.) ডিগ্রি এবং একটি বৈধ আরসিআই সিআরআর (RCI CRR) নম্বর থাকতে হবে।


বিকল্প হিসেবে, ডি.এল.এড. (D.El.Ed.) ডিগ্রি সহ আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে ডি.এড.-এর সমতুল্য কোনো স্বীকৃত যোগ্যতা (সার্টিফিকেট/ডিপ্লোমা) এবং একটি বৈধ সিআরআর নম্বর থাকতে হবে।


এছাড়াও, ইনক্লুসিভ এডুকেশনে ক্রস ডিসেবিলিটি এলাকায় ছয় মাসের টিচিং প্রশিক্ষণ থাকা প্রয়োজন। যদি এই প্রশিক্ষণ বর্তমানে উপলব্ধ না থাকে, তবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে পরবর্তীতে অবশ্যই এই প্রশিক্ষণ নিতে হবে যখন এটি পরিচালনা করা হবে।


যে মাধ্যমের স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক, সেই মাধ্যমের ভাষাটি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে।

বয়সসীমা

১লা জানুয়ারি, ২০২৫ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET)

এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই শিক্ষক যোগ্যতা পরীক্ষায় (TET) উত্তীর্ণ হতে হবে। বোর্ড কর্তৃক গঠিত সিলেকশন কমিটি এই TET পরীক্ষা পরিচালনা করবে এবং এর তারিখ ও নির্দেশিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যেসব প্রার্থী ইতোমধ্যে TET পাস করেছেন, তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে, তাদের পুরোনো TET সার্টিফিকেট ব্যবহার করে আবেদন করার সুযোগ থাকবে।

নির্বাচন প্রক্রিয়া

সর্বোচ্চ ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। এর মধ্যে টেট-এর জন্য থাকবে ৮০ নম্বর, এবং ক্লাসরুম টিচিং ডেমোনস্ট্রেশন ও ইন্টারভিউ-এর জন্য থাকবে যথাক্রমে ১০+১০ = ২০ নম্বর।

আবেদন পদ্ধতি ও ফি

  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে।
  • সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা।
  • ওবিসি (A এবং B) প্রার্থীদের জন্য ফি ৫০০ টাকা।
  • এসসি, এসটি, ইডব্লিউএস এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।

অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। প্রার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) বা প্রাইমারি স্কুল কাউন্সিল (PSC) বেছে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code