CAA-র সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতার রাজপথে পাল্টা মিছিল বিজেপির। বিজেপির লক্ষ্য, বাংলায় সিএএ-র পক্ষেও যে বিপুল জনমত আছে, সেই বার্তাই বিরোধীদের দেওয়া। এদিন সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার সামনে থেকে শুরু হয় বিজেপির মহামিছিল। 

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই তৃণমূল লাগাতার আন্দোলন শুরু করেছে তার বিরুদ্ধে। জবাবে বিজেপি নেতারা সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল-মিটিং করলেও সেভাবে কোনও বার্তা দিতে পারেনি। 

এদিনের মিছিল খাতায়-কলমে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানানোর জন্য হলেও, বিজেপি আদতে চাইছে এই মিছিল থেকে শক্তি দেখাতে। কেননা, সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষেও যে বাংলার হাজার হাজার মানুষ আছেন, সেটা গোটা দেশকে দেখানো এই মুহূর্তে খুবই জরুরি বিজেপির কাছে।

এদিনের মিছিলে প্রত্যাশিত ভিড়ে বেজায় খুশি বিজেপি নেতারা। যা দেখিয়েই বিজেপির শীর্ষ নেতার হুংকার- এই জনস্রোত বলে দিচ্ছে ২০২১-এ এরাজ্যে ক্ষমতায় আসছে বিজেপিই। জেপি নাড্ডার কথায়, 'এটা ট্রেলার দিলাম। আসল ছবি দেখাব ২০২১-এ।' তাঁর বক্তব্য, "পিকচার আভি বাকি হ্যায়।" বিজেপি নেতারা টার্গেট নিয়েছেন মিছিলে এক লক্ষ মানুষের জমায়েত করানোর। তবে হাজার তিরিশ মানুষ মিছিলে হাঁটলেই তৃণমূলের  কপালে ভাঁজ পড়বে বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই সংখ্যা মোটামুটি মিলে গিয়েছে বলেও এদিন দাবি করেন তাঁরা বলে জানা গিয়েছে এই সময়ের খবর অনুযায়ী। জানা গিয়েছে, উত্তরবঙ্গ ছাড়া সব জেলার বিজেপি কর্মীদের এই মিছিলে আনা হয়েছিল।