Latest News

Ad Code

ইতু পূজা-জলঙ্গি নদীতে ঘট বিসর্জন


কার্তিক মাসের শেষ ও অগ্রহায়নমাসের শুরু থেকে শুরু হয় ইতুপুজো। গ্রাম ও শহরের এটি লোকায়ত পুজো, এই পুজো প্রতিটি ঘরে গৃহ লক্ষী হিসাবে পুজিত ইতু। বাড়ির মহিলারা খুব নিষ্টার সাথে এই পুজো করে থাকেন।

 নতুন বীজ বপন করে চলে এই পুজো।মাটির সরার মধ্যে নতুন ধান, ছোলা, মটর, দিয়ে তাতে ঘট বসিয়ে নতুন মুলো আরও ফল ফুল দিয়ে ইতু পুজো করা হয়। একমাস ধরে এই ব্রতপালনী চলে প্রতিটি ঘরে ঘরে।

অগ্রহায়নের শেষে নদীতে এই ঘট বিসর্জন দিতে হয়। জলঙ্গীনদীতে এই ঘট বিসর্জন দিতে এলেন অনেকেই, নিষ্টার সাথে ফুল ঘট নদীতে বিসর্জন দিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code