রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যের শান্তি বজায় রাখতে সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। মঙ্গলবার যেকোনও সময়ে মুখ্যমন্ত্রী রাজভবনে আসতে বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে তলবের কথা টুইট করে জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি পাঠান।
Chief Secretary message to my office yesterday “Will come tomorrow with DG in the second half after confirming the time with you.” It has been well acknowledged. Will have immense benefit of inputs from them so that all work in synergy to salvage situation in public interest.— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019
মুখ্যমন্ত্রী রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজ্যপালের সহযোগিতা চেয়েছেন। তবে আগামিকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে তিনি যাবেন কিনা সেটা চিঠিতে জানাননি। মুখ্যমন্ত্রীর চিঠি প্রাপ্তির পরেই টুইট করেন রাজ্যপাল। তাতে আবারও মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাকার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যসচিব এবং ডিজিেক ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু আজ তাঁদের কেউ সেখানে আসেননি। তাতে অত্যন্ত ক্ষুব্ধ হন রাজ্যপাল। তারপরেই তিনি মুখ্যমন্ত্রীকে তলব করেন।.@MamataOfficial. I am optimistic that my meeting with Hon’ble CM today will address all her concerns and would also be enlightened by her point of view. Dialogue and communication at our level must take precedence as it is quintessence of spirit of Constitution we all follow.— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊