Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC এবং CAB এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল রাজারহাটে



SER-10,ময়নাগুড়ি, ১৬ই ডিসেম্বর ২০১৯: ভারতের অন্তত তিনজন মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁরা নিজ নিজ রাজ্যে নতুন নাগরিকত্ব আইন (ক্যাব) বাস্তবায়ন করতে চান না। এই প্রতিবাদীদের মধ্যে সবচেয়ে সোচ্চার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ক্যাব’ নামে পরিচিত নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ইতিমধ্যে বড় আকারে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে গোটা রাজ্যে। অন্যান্য প্রদেশেও নানাভাবে প্রতিবাদে শামিল হচ্ছে বিজেপি বিরোধী শক্তি । তাদের কথা, এই আইন সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে। ‘বহুত্ববাদী ভারত’কে ফেরত চাইছে তারা। বিস্ময়করভাবে তরুণ-তরুণীদেরই এসব মিছিলে বেশি দেখা যাচ্ছে।
কিন্তু এর মাঝেই লোকসভা, রাজ্যসভায় অনুমোদনের পর দেশের রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গেছে নাগরিকত্ব আইনের সংশোধনীগুলো। বিরোধীরা অবশ্য হাল ছাড়তে নারাজ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকেও এই আইন নিয়ে আপত্তি তুলে বিবৃতি দেওয়া হয়েছে। যা এক বিরল ঘটনা।
 মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কেবল নাগরিকত্ব আইনই নয় এনআরসিও ঠেকাতে প্রতিশ্রুত দিয়েছেন । তাঁর স্লোগান: ‘নো এনআরসি নো ক্যাব’। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ডাকে রাজারহাটে NRC ও CAB এর বিরুদ্ধে ঐতিহাসিক মহা মিছিল শুরু করে ময়নাগুড়ির ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস। তাদের মুখে শুধু একটাই আওয়াজ NRC ও CAB মানছিনা মানবোনা। এ'দিন এই মহা মিছিলে নেতৃত্বে দেন ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শিব শঙ্কর দত্ত মহাশয় পাশাপাশি যুব নেতৃত্ব বর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code