মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির  নামে মামলা কলকাতা হাইকোর্টে। রিট পিটিশন হয় তাঁর নামে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ও বিভিন্ন চ্যানেলে এনআরসি নিয়ে ভয় না পাওয়ার কথা প্রচার করেন মুখ্যমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন  পাস হলে প্রতিবাদ মিছিলে নামেন। তিনি সাফ জানিয়ে দেন এই আইন তিনি মানবেন না। পশ্চিমবঙ্গে এই আইন কোনওভাবেই বলবৎ হতে দেবেন না। আইনের প্রতিবাদে আজ এবং কাল ফের পথে নামবেন তিনি। আজ ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল।

গতকাল মিছিলে তিনি বলেন, ''ওদের বাংলাকে দখল করার পরিকল্পনা ভেস্তে দেব। রাষ্ট্রপতির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি দিন। রক্ত দিয়ে চিঠি লিখুন। অধিকার বুঝে নিন তবে শান্তিপূর্ণ ভাবে। দেশ আমাদের সবার। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। শান্তিতে মিছিল মিটিং করুন। আইন হাতে তুলে নেবেন না। ওরা আগুন লাগিয়ে উসকে দিতে চাইছে কোনও ফাঁদে পা দেবেন না। গণআন্দোলনে অংশ নিন, নাগরিক অধিকার বুঝে নিন। বাংলায় কালা আইন মানছি না। এনআরসি ক্যাব (CAA) মানছি না।''
West Bengal: Writ petitions filed in Calcutta High Court over Chief Minister Mamata Banerjee's statement saying will not be implemented in the state, & advertisements over the same by the state government in media, using public funds.
টুইটারে ছবি দেখুন
১২৮ জন লোক এই সম্পর্কে কথা বলছেন

এনআরসি ও CAA বিরোধী কার্যকলাপকে কেন্দ্র করেই হাইকোর্টে মামলা করা হয় তাঁর নামে ।