Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA এর সমর্থনে বিজেপির মহামিছিল

CAA-র সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতার রাজপথে পাল্টা মিছিল  বিজেপির।  

বিজেপির লক্ষ্য, বাংলায় সিএএ-র পক্ষেও যে বিপুল জনমত আছে, সেই বার্তাই বিরোধীদের দেওয়া। এদিন সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার সামনে থেকে শুরু হয় বিজেপির মহামিছিল। 

গতবার অমিত শাহের মিছিলে কলেজস্ট্রিটে অশান্তির কথা মাথায় রেখে মিছিলের রুট অন্যদিকে ঘোরানো হয়েছে। জে পি নাড্ডা ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। 

রবিবার রাতেই মিছিলের রুট পরিদর্শনে যান মুকুল রায়, অরবিন্দ মেননরা।

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই তৃণমূল লাগাতার আন্দোলন শুরু করেছে তার বিরুদ্ধে। জবাবে বিজেপি নেতারা সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল-মিটিং করলেও সেভাবে কোনও বার্তা দিতে পারেনি। 

এদিনের মিছিল খাতায়-কলমে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানানোর জন্য হলেও, বিজেপি আদতে চাইছে এই মিছিল থেকে শক্তি দেখাতে। কেননা, সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষেও যে বাংলার হাজার হাজার মানুষ আছেন, সেটা গোটা দেশকে দেখানো এই মুহূর্তে খুবই জরুরি বিজেপির কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code