সারা রাজ্যসহ পুরো দেশেই নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক মহল। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে পথে নেমেছেন এই আইনের বিরোধীতা করতে। এদিন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে বললেন, “  'আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়েছেন।“ 

CAA ও NRC বাতিলের দাবিতে পথে নেমে বৃহস্পতিবার তিনি আন্দলনে সামিল হওয়া পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পড়ুয়াদের নিশানা করলে ‘আগুন নিয়ে খেলতে হবে’ বলে জানিয়ে হুঙ্কার দেন বিজেপিকে। এর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী বলেন, “আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। নাগরিকত্ব আইনের পরে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবেন। ওরাই মমতার ভোটব্যাংক। তাই উত্তেজিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন উনি। ওঁর মানসিক চিকিৎসার প্রয়োজন।“

যদিও, রাজনৈতিক মহলের একাংশ মনে করেন, এমন সময়ে বিজেপির এই বর্ষীয়ান নেতার মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা উচিৎ হয়নি। এর চেয়ে বরং সঠিক যুক্তি দাঁড় করানো উচিৎ ছিল।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত।