Latest News

6/recent/ticker-posts

Ad Code

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডিলিট কলকাতা বিশ্ববিদ্যালয়ের



  আগামী বছরের ২৮ শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান, ওই দিনই নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জি।
    
     অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী জেভি নার্লিকরকে স্যার আশুতোষ মুখার্জি স্মৃতি পদক, এবং বিজ্ঞানী সমীর কুমার ব্রহ্মচারী, অরূপ কুমার রায়চৌধুরী এবং পার্থ প্রতিম মজুমদারকে আচার্য প্রফুল্ল চন্দ্র পদকে ভূষিত করারও সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়া কবি অরবিন্দ গুহ এবং লেখক মনোরঞ্জন ব্যাপারীকে রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক পদক প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকর। পাশাপাশি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code