![]() |
pic source: pti |
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমের একটি চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ৯০। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে।
এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর দফতরের পাশেই গাড়ি বোমাটির বিস্ফোরণ হয়। আফগোয়ে শহর থেকে রাজধানী মোগাদিসুতে আসা-যাওয়ার জন্য ওই সড়কটি ব্যবহার করা হয় বলে, সর্বদা তা ব্যস্ত থাকে। প্রথমিক তদন্তে জানা গেছে, এদিনের হামলায় একটি ট্রাক ব্যবহার করেছিল হামলাকারীরা।
আল-কায়দা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন আল শাবাব প্রায়ই সোমালিয়ায় এই ধরনের হামলা চালায়। ২০১৭ সালে তারা সবথেকে বড় হামলা চালিয়েছিল। মোগাদিসুতে জ্বালানী তেলের ট্যাঙ্কারের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছিল।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊