আরিফ হোসেন, ২রা ডিসেম্বর: পরিষেবার মাসুল বাড়বে তা আগেই জানিয়েছে AIRTEL । এবার সামনে এলো নতুন প্রিপেইড প্ল‍্যানগুলো। আর আগের দিন নেই, এখন খরচ বেড়ে গেলো অনেকটা। জেনে নিন প্ল‍্যান গুলি।

১) ১৪৮ টাকার প্ল্যান: আনলিমিটেড অফনেট ভয়েস কল, ২ জিবি হাইস্পিড ডেটা, ৩০০ টি এস এম এস। ভ‍্যালিডিটি ২৮দিন। এই প্ল‍্যান আগে উপভোগ করতো ১২৯ টাকায়।

২) ২৪৮ টাকার প্ল্যান: আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। ভ্যালিডিটি ২৮ দিন।

৩) ২৯৮ টাকার প্ল্যান: আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। যার আগের মূল‍্য ছিল ২৪৯ টাকা।

৪) ৫৯৮ টাকার প্ল্যান: আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। ভ্যালিডিটি ৮৪ দিন।

৫) ৬৯৮ টাকার টাকার প্ল্যান: আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস।  ভ্যালিডিটি ৮৪ দিন।