Latest News

6/recent/ticker-posts

Ad Code

SFI এর উদ‍্যোগে ABTA টেস্ট পেপার প্রদান সাবেক ছিটমহল উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের


আরিফ হোসেন, দিনহাটা, ২২শে ডিসেম্বর:ভারত-বাংলাদেশের ছিট বিনিময়ের পর থেকেই দিনহাটার কৃষিমেলায় বসবাসের ব‍্যবস্থা করা হয় ছিটমহলে বসবাসকারী নাগরিকদের। ২০২১ এর উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় বেশ কয়েকজন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। এদিন এই ছিটমহলের পরীক্ষার্থীদের পাশে দাড়ালেন দিনহাটাSFI আঞ্চলিক কমিটি। দিনহাটা কৃষিমেলা সংলগ্ন সাবেক ছিটমহলবাসী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী  ছাত্র - ছাত্রীদের হাতে ABTA টেস্ট পেপার তুলে দেওয়া হয়।  উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার, শহর ইউনিটের আহ্বায়ক সৌরভ সরকার, গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব ইনসাফ উদ্দিন আহমেদ, এমদাদুল হক্ প্রমুখ। SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস জানান, " আমরা সারা বছর সাবেক ছিটমহল বাসী পড়ুয়াদের বই, খাতা প্রদান করে তাদের পাশে থাকার চেষ্টা করি। উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য খুব গুরুত্বপূর্ন ABTA টেস্ট পেপার পরীক্ষার্থীদের প্রদান করলাম। তাদের ভালো ফলাফল আশা করি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code