আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ৯ই ডিসেম্বর – ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মনের পূন্যভূমি ওকড়াবাড়ী খেলাধুলায় সমৃদ্ধ। ক্রিকেট, ফুটবল, খো-খো, ভলিবল খেলায় সারাবছর ধরে আয়োজিত হয় ওকড়াবাড়ীর বিভিন্ন প্রান্তে। ক্রীড়াপ্রেমী মানুষ নেই এমন খুঁজে পাওয়া মুশকিল এই এলাকায়। ৮ই ডিসেম্বর মুন্সিরহাট যুব সংঘের পরিচালনায় মুন্সিরহাট হাই মাদ্রাসা প্রাঙ্গণে দিবারাত্রি ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আশা ভরসা চাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়। এদিনের এই খেলায় সভাপতিত্ব করেন ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান রেনুকা বিবি মহাশয়া। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা স্পেশাল অফিসার কনফেড মাননীয় শ্রী পার্থ প্রতিম রায় মহাশয়, প্রধান অতিথি হিসেবে ছিলেন সিতাই বিধান সভার বিধায়ক মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া।এছাড়াও এদিনের বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশের কনিষ্ঠতম আই এস এস অফিসার দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার সাহেব, দিনহাটা ১নং ব্লক আধিকারিক শ্রী সৌভিক কুমার চন্দ, দিনহাটা মহকুমা পুলিশের এস ডি পি ও শ্রী মানবেন্দ্র দাশ মহাশয়, দিনহাটা থানার আইসি শ্রী সঞ্জয় দত্ত মহাশয়, কোচবিহার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নুর আলম মহাশয় সহ আরও অনেকে। এদিনের এই দিবারাত্রি নক আউট ফুটবল টুর্নামেন্ট ঘিরে বেশ উন্মাদনা দেখা যায় মানুষের মনে। খেলার শেষ পর্যন্ত কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন শীতল পরিবেশ ও রাতের ঘুম ত্যাগ করে। সারা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উৎসব উৎসব পরিবেশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊